PCA - Kashi Bose lane Durgapuja Samity
- Q Waits
- Oct 13, 2020
- 2 min read
Name of the Puja committee / club / organization * Kashi Bose lane Durgapuja Samity
Popularly known as Kashi Bose lane Durgapuja
Inaugural year * 1937
Celebrity endorsements (if any) no
Zone North Kolkata
Address * 5/1 kashi bose lane,kolkata -700006
Nearest landmark Opposite of khudiram bose College near hedua
Theme of Durga Puja 2020 along with short description * এখন সময় বড় ধূসর৷ বড় ঘোলাটে। যন্ত্রণার নাগপাশে বাঁধা। অথচ এমন সময়েই কড়া নাড়ছে মায়ের পূজা। ২০২০ সালের দুর্গাপূজা৷ এবার এই উৎসব অনাড়ম্বর, জৌলুশহীনতায় রূপান্তরিত হয়েছে। প্রাথমিক ভাবনায় ঘোরাফেরা করছিল, ঘটপূজা নাকি মূর্তিপূজা? শেষ অবধি এই দুইয়ের মিশেলে আমাদের এবারের নিবেদন দেবীঘট। থাকছে বিরাট আকৃতির এক দেবীঘট, যা আসলে মঙ্গলঘটেরই নামান্তর। শিল্পীর মননের সৃজনশীলতায়, হাতের পরশে সেই মঙ্গলঘট এক শৈল্পিক ঘটের আকার নিয়েছে। দেবীর আরাধনা হয় মঙ্গলের লক্ষে। সেই মঙ্গল সমাজের এবং সমাজবদ্ধ জীব মানুষের মনেরও৷ সেই ঘটে স্থাপন করা হয় আত্মিক শুভকামনার সঞ্চয়৷ সেই আত্মশক্তির বিস্তার ছড়িয়ে পড়ে পৃথিবীতে, আরাধনার মাধ্যমেই। গড়ে তোলার উপকরণ হিসেবে রয়েছে বাঁশ, খড়, গামছা, পোড়া মাটির ঘট, দড়ি, রঙিন কাপড় এবং রঙ। এসব দিয়েই সেজে উঠবে এবারের দেবালয়। হয়ে উঠবে এক উৎসবমুখর দেবাঙ্গন৷ প্রতিমার রূপেও থাকবে সাবেকিয়ানা। সব মিলি য়ে এই দুঃসময়ে দাঁড়িয়েও আমরা উপস্থিত হবো এক মন ভালো করে দেওয়া আয়োজনে৷
When did you start Social Media presence? * 2010
Social message 2020 & Uniqueness pertaining to social media * বিস্ময়ে চাওয়া অবাক হয়ে পাওয়া ঐতিহ্যের পূজারী অভিনত্বের উত্তরসূরি
Facebook handle https://www.facebook.com/kashiboselanedurgapujasamity/
Instagram handle https://instagram.com/kashiboselanedurgapuja?igshid=tazxm2sm1rep
Twitter handle https://twitter.com/LaneBose?s=08
Some facts to ponder about your Durga Puja 2020? * As we know, whole world suffering with COVID-19 pandemic situation. So, As a Durga puja committee we are arranging Sanitizing tunnel, Thermol gun, mask for common people who visits our pandal through out durga puja and for community safety purpose we are planning to sanitize our area every 2hours time break.
To me our pujo is one of the best pujo in Kolkata