Name of the Puja committee / club / organization * BRINDABAN MATRI MANDIR
Popularly known as BRINDABAN MATRI MANDIR
Inaugural year * 1910
Celebrity endorsements (if any) no
Zone North Kolkata
Address * 16 brindaban mullick first lane,Kolkata 700 009,(sukea st.)
Nearest landmark Sukea Street,Oppo of Rammohan Library
Theme of Durga Puja 2020 along with short description * বৃন্দাবন মাতৃ মন্দির শারদ উপস্থাপনা ২০২০ “আশাবরী” মা `র কাছে এ যেন এক ইচ্ছে পূরণের আহ্লাদ !! যেখানে শিল্পীর কল্পনায় থাকবে শ্রদ্ধার্ঘ সেই সব ভারতীয় বীর সেনানীদের প্রতি যারা সাম্প্রতিক অতীতে ভারত চীন সীমান্ত রক্ষায় শহীদ হয়েছেন...থাকবে মর্মব্যাথা তাদের প্রতি আমফান ঝড়ে যারা হয়েছেন সর্বহারা ...আর স্মৃতিচারণ সেইসব প্রিয়জনদের প্রতি করোনার মারণ থাবা যাদের ছিনিয়ে নিয়েছে আমাদের থেকে ...আর এর সাথে জোরালো হয়ে উঠবে এক প্রত্যাশার কথা ...দেবী দুৰ্গা যেখানে ‘আশাবরী’ রূপে অভয় দেবেন আমাদের সকলকে, যাতে এই কঠিন সময় আর ফিরে না আসে .. শিল্পশৈলীর মাধ্যম হিসেবে থাকছে সেলোটেপ আর বাহারি সুতোর বুনোটে তৈরী নানান অবয়ব যা ফ্রেমবন্দি হয়ে প্রাসঙ্গিক করে তুলবে প্রেক্ষাপটকে .. মাতৃ প্রতিমা থেকে মণ্ডপ শৈলী সব মিলিয়ে আশাবরী রাগিণীতে একবুক প্রত্যাশার পারদ চড়াবে ১১১তম বছরের বৃন্দাবন মাতৃ মন্দির সৃজনী :প্রশান্ত পাল I কমলেশ সেনগুপ্ত মাতৃ শৈলী : কৃশানু পাল অলংকরণ :সংযুক্তা দাস আলোকমায়ায়: অরূপ স্বরূপ চিত্রলেখন শিল্পী : দ্বীপ কুমার দেব শব্দব্রম্ভে: তন্ময় সাউন্ড বাহ্যিক কাঠামোয়: বলরাম হাজরা
When did you start Social Media presence? * 2015
Social message 2020 & Uniqueness pertaining to social media * এবার পুজোর safe আইডিয়া চোখে থাকুক সোশ্যাল মিডিয়া
Facebook handle https://www.facebook.com/settings?tab=account§ion=username
Instagram handle brindabanmatrimandir
Twitter handle brindabanmatrimandir
Some facts to ponder about your Durga Puja 2020? * করোনা পরিস্থিতিতে প্রিয় দর্শনার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা: *তিনদিক খোলা প্যান্ডেল *ভিড় এড়িয়ে বাইরে থেকেই প্রতিমা এবং প্যান্ডেল দেখার ব্যবস্থা *দর্শনার্থীদের থার্মাল চেকিংয়ের মাধ্যমে তাপমাত্রা মাপার ব্যবস্থা *যথার্থ স্যানিটাইজেশনের ব্যবস্থা , স্যানিটাইজেশান গেটের ব্যবস্থা *মাস্ক বিতরণ *খোলামেলায় ভোগ বিতরণের বদলে স্বাস্থ্য সম্মত কন্টেনারের মাধ্যমে ভোগ বিতরণ *সি সি টিভির ব্যবস্থা *পর্যাপ্ত অগ্নিনিবারণের ব্যবস্থা *বিধি সম্মত হিউম্যান ডিসট্যান্স এর ব্যবস্থা *অঞ্জলি ছোট ছোট ভাগে ভাগ হয়ে দেবার ব্যবস্থা এবং আমাদের ফেস বুক পেজের মাধ্যমে লাইভ সম্প্রচারের ব্যবস্থা * স্বাস্থ্যবিধি মানার জন্য পর্যাপ্ত ভলেন্টিয়ারের ব্যবস্থা স্বল্প বাজেটের পুজো হলেও আমরা আমাদের পুজোর খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে সমাজের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা প্রতিশ্রুতিবান কৃতীদের মোট ৩,০০,০০০ টাকার Scholarship তুলে দিচ্ছি, বিগত ছয় বছর থেকে শুরু হওয়া এই প্রচেষ্টা এই বছরও জারি থাকছে ……. আর এই বছর করোনা পরিস্থিতিতে পুজোর বাজেট কমলেও আমাদের অঙ্গীকার কমবে না স্কলারশিপের অর্থমূল্য ..পুজোর বাজেট থেকে টাকা সঞ্চয় করে এই বছরও ৩০জন কৃতি প্রতিভার হাতে ১০,০০০ টাকা করে মোট ৩,০০,০০০ টাকা অর্থমূল্যের স্কলারশিপ তুলে দিয়ে ধন্য হব আমরা .. আগ্রহীরা আবেদন করতে পারেন www.brindabanmatrimandir.org
Comments