- Q Waits
PCA - Belgachia Sadharan Durgotsab Committee
Name of the Puja committee / club / organization * Belgachia Sadharan Durgotsab Committee
Popularly known as Belgachia Sadharan Durgotsab
Inaugural year * 1947
Celebrity endorsements (if any) no
Zone North
Address * 7/A Manmatha Dutta Road Kolkata-700037
Nearest landmark Talapark Circus Maidan
Theme of Durga Puja 2020 along with short description * " ABODDHO " বর্তমানে আমরা যে অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি তা যেমন সঙ্কটজনক তেমনি ভীষন ভাবে বেদনাদায়ক।এই রূপ পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমাদের দৈনন্দিন জীবনযাপন এবং জীবিকা যে অনিশ্চয়তার বেড়া জালে বন্দি হয়েছে; আমরা যে অনিশ্চয়তার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি, আমাদের গতিময় জীবন যে ভাবে হটাৎ থেমে গেছে, সেই অবস্থিতি খুবই সাংকেতিকপূর্ণ ভাবে এই বছরের বিষয়বস্তুতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একটা ভারসাম্যহীন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যেও আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি একটু ভালো থাকার। যে অনিশ্চয়তার পথ পেরিয়ে আজ আমরা মায়ের পুজোয় ব্রতী হয়েছি, মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা এই অনিশ্চয়তার অন্ধকার থেকে মুক্ত করে আমাদের আলোর দিশা দেখাও এই ধরিত্রী কে সঙ্কটমুক্ত করে আবার শস্যশ্যামলা করে তোলো।
When did you start Social Media presence? * 2017
Social message 2020 & Uniqueness pertaining to social media * এবার পুজো পাশে থাকার, এবার পুজো দায়বদ্ধতার ।
Facebook handle https://m.facebook.com/Belgachia-Sadharan-Durgotsav-Tala-Park-227408937313860
Instagram handle not available
Twitter handle not available
Some facts to ponder about your Durga Puja 2020? * একজন ভিকারি যিনি বাঁশি বাজিয়ে ভিক্ষা বৃত্তি করেন তিনি এই অতিমারি অবস্থায় চরম দুর্দশার কবলে পড়েন, আমাদের ক্লাব উনার পাশে দাঁড়ায় এবং আমরা এক অভিনব উপায়ে আমাদের মণ্ডপের একটি অংশ হিসেবে উনাকে একটি জায়গা করে দেবো এবং আমাদের পুজোর সব দর্শনার্থীদের সুযোগ করে দেবো যদি কেউ উনার পাশে দাঁড়াতে চায়। উনার অংশের লাইভ থিম মিউজিক উনি নিজেই দেবেন।